কিংকর্তব্যবিমূঢ়
কয়েকটি বই এনে বললাম,
‘পৃথিবীর সমস্ত পুস্তক তোমার জন্য,’
তুমি চেয়ে দেখলে না।
আমার পৃথিবীটা জ্ঞাণহীন হল।
একগুচ্ছ কদম এনে বললাম,
‘ধরণীর সমস্ত পুস্প তোমার জন্য’
তুমি চেয়ে দেখলে না,
আমার পৃথিবীটা সুভাষহীন হল।
আমি কাদতে কাদতে বললাম,
তুমি থাকো, আমি যাই।
আর তখনই ম্লান বদনে চেয়ে দেখি,
পৃথিবীর সমস্ত জ্ঞাণ ও পুস্প তোমার হয়ে বলছে, ‘ছুয়ে দিলাম তোমায়।’