সর্বনামসংজ্ঞা

সর্বনাম, পদ না, একটি পদযাত্রা। সাহিত্য ও সংস্কৃতির চর্চা, ধারণ, লালন ও সংরক্ষণের উদ্দেশ্যে পথ চলা। সর্বনাম কোন বিশেষ্য নয়, সাহিত্যনুরাগী সবার; একটা উন্মুক্ত মঞ্চ। এবং একটি অ-লাভজনক,  অ-রাজনৈতিক, জাত নিরপেক্ষ,  ধর্ম নিরপেক্ষ,  বর্ণ নিরপেক্ষ ও লিঙ্গ বৈষম্যহীন অন্তর্জগৎ। 

উৎপত্তি ও কারন

ভাবতে পারে এবং কেউ কেউ তা গুছিয়ে বলতে পারে বা লিখতে পারে। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে, “কি করে খাবি (অর্থ – কত টাকা আয় করবি)?” – এমন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একজন নবীন লেখক, লেখক হিসেবে নিজেকে ভাবতে ভুলে যায় অথবা সামাজিক মাধ্যমের দেয়াল পর্যন্ত লিখে সান্তনা পায়, একদিন মরেও যায়। এছাড়া আধিকাংশ দামি কাগজে প্রতিষ্ঠিত লেখকদের নাম ছাপানোর পরে নবীন লেখকদের জায়গা সংকুলান এক দুস্কর ব্যাপার।

তবুও মরে যাবার জন্য বেঁচে থাকাটাই শেষ না। সম্ভাবনার কুড়ি হয়ে শুধু তৃষ্ণা নিয়ে তো ঝরে যেতে পারি না। তাই এই লেখক ও পাঠকের দল গড়া, সাহিত্যে উদ্বুদ্ধ করা, সৃজনশীল লেখার চর্চা করা এবং সর্বনাম-এর ইন্টারনেট ও প্রকাশনা ভিত্তিক সহজ সহায়ক মাধ্যমে লেখার প্রকাশ করা। আরেকটা  কথা, প্রমথ চৌধুরী সাহিত্য নিয়ে বলেছেন – “সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারও মনোরঞ্জন করা নয়”, সর্বনামের উদ্দেশ্যও একই।  

সর্বনাম একটি ঠিকানা যেখানে একটি সত্তা, যেখানে লেখক ও পাঠক তার ভাবনা ও মনস্তাত্ত্বিক খুধার অন্বেষণ করতে পারেন।