লেখার পাতা
লেখক হতে পারেন আপনিও। সর্বনাম পাতায় প্রকাশের জন্য আপনিও আমাদের লিখতে পারেন। লেখা পাঠাতে পারেন শিল্প সাহিত্যের যেকোন বিষয় নিয়ে। কবিতা,গল্প, প্রবন্ধ, অনুবাদ, অনুগল্প, ছড়া, উপন্যাস, ভ্রমণকাহিনী, সংস্কৃতি, বিজ্ঞানসহ সাহিত্যের যেকোন বিষয়ে।
কথারা ডানা মেলুক, সবকটা দরজা খোলা রইল। আপনার মনের কথাগুলো লিখে ‘SUBMIT‘ করুন এই পাতায় –
শর্তাবলী
১. লেখা অবশ্যই মৌলিক হতে হবে। ইতিপূর্বে প্রকাশিত হয়েছে এমন কোন লেখা ( যেমন – ছাপা পত্রিকা, ই-ম্যাগাজিন বা বই) প্রকাশের জন্য বিবেচিত হবে না।
২. অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে মূল লেখাটি সংযুক্ত করবেন।
৩. লেখা পাঠানোর ২ মাসের মধ্যে উক্ত লেখা অন্য কোথাও পাঠাবেন না।
৪. লেখার সাথে নিজস্ব ছবি সংযুক্ত করবেন।
৪. লেখা মনোনায়নের ক্ষেত্রে সম্পাদকের সিদ্ধান্তই চূড়ান্ত।
৫. লেখা অভ্র / ইউনিকোড ফন্টে লিখতে হবে।
৬. লেখার সাথে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দেবেন। লেখা মনোনীত হলে মেইল করে জানানো হবে।