আমরা
‘আমরা’
তুমি তোমার মত ব্যস্ত,
আমি আমার মত ব্যস্ত,
ব্যস্ততায় ব্যস্ততায় আমাদের ভাল থাকা।
ব্যস্ততায় ব্যস্ততায় আমাদের ভালবাসা।
এই তো সেদিন,
ঠুনকো বিষয়ে ঝগড়া,
তুমি তোমার মত স্থবির,
আর আমার স্তব্ধতা।
স্তব্ধতায় স্তব্ধতায় আমাদের মন মালিন্য,
স্তব্ধতায় স্তব্ধতায় আমাদের খারাপ থাকা।
অতঃপর তুমি আমি ও ব্যস্ততা,
আমাদের ভাল থাকা।