প্রেম
ফোনে ফোনে অনেক কথা শেষে,
হঠাৎ একদিন দেখা,
প্রথম ও শেষ।
– কেন শেষ??
– আমার মাথার টাক ঢাকতে টুপি পড়ি নাই,
শরীরের গন্ধের উপর কৃত্রিম সুভাস ছড়াই নাই ,
সামনের দুটো উচু দাঁত দেখা যাবে,
এই ভয়ে মুখও বন্ধ করে রাখি নাই,
বরং হেসেছি প্রাণ খুলে,
চোখের নিচের কালো দাগ ঢাকতে সান গ্লাস পড়ি নাই।
কোন কবির ছন্দময় ভাষা ও ব্যবহার করি নাই,
– এগুলো করলে কি হত?
– কি হত জানি না। তবে আমি যেমন, তেমন দেখে ও জেনে পাশে থেকে গেলে যেটা হত, সেটা হত ‘প্রেম’।