দেখা হল না

তবুও দেখা হয় না,

দু’দন্ড অবসর ও হয় না

তার চোখ দু’টি দেখবার,

চোখের ভাষা বুঝবার।

মুখোমুখি বিল্ডিংয়ের

ওপাশের ফ্লাটের জানালাতে

আমি চেয়ে থাকি,

রোজ দেখি,

তবুও দেখা হয় না।

ব্যালকনিতে সে আসে,

আনমনে এদিকে সেদিকে চেয়ে থাকে,

আমি দেখি,

তবুও দেখা হয় না,

তবুও বুঝা হয় না,

‘চোখের ভাষা’।

অবশেষে, একদিন রাস্তায়

মুখোমুখি দেখা।

এক্সকিউজ মি, ‘ক্যান ইউ হেল্প মি?’

ইয়েছ;

আমার হাতটি ধরে রাস্তাটা পার হল,

এরপর, অন্ধের লাঠি বের করে চলল সে একা।

আমি রইলাম চেয়ে,

তবুও দেখা হল না।

About Author /

Start typing and press Enter to search

You cannot copy content of this page