জন্ম
কখনও মানুষের গাঁয়ে গন্ধে পদ্ম ঘাটে
কিংবা প্রভাতে যখন ব্যাঙ ডেকে
তখনও মৃত্তিকা খুজে চন্দ্রমল্লিকার বুকে
ব্রাহ্মণ তুমি বৃষ্টিতে ও বিজলীর মুখে।।
কখনও শ্যামলা চাদর ঝুলিয়ে নাচা বেশ্যার পায়ে
উজলা রেনু হয়ে কাঁঠালের ফুলে
আবারও পাঁজরের হাড়ে আঁক পুরুষ
আদি নক্ষত্র সভ্যতার লয়ে ।।